বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশন ক্যাম্পাসে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ধানতলা এলাকার বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশন ক্যাম্পাসে আগুন লাগার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই ক্যাম্পাসে আগুন কি করে লাগল এই ব্যাপারে এখনো বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। সাব-স্টেশনের কর্মীরা আগুন দেখতে পেয়ে সাব-স্টেশনের বাইরে কাজ করা বিদ্যুৎ ঠিকেদারের কর্মীদেরকে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে তারাই আগুন নেভানো কাজে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পাওয়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, “ঘটনা তদন্ত করার পরে জানা যাবে যে কি করে আগুন লাগল? আর এই আগুনের জেরে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হবার আশঙ্কার কথা তিনি জানিয়েছেন”।