দক্ষিণ কলকাতায় চলছে তোলাবাজদের রাজ, অভিযোগ বাবুল সুপ্রিয়র
চয়ন রায়ঃ কলকাতাঃ “মুখ্যমন্ত্রীর খাসতালুক দক্ষিণ কলকাতায় চলছে তোলাবাজদের রাজ”। এদিন কলকাতার আলিপুরে নিজের নমিনেশন সাবমিট করে এই কথা জানান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই তোলাবাজি চলছে”।
টালিগঞ্জের সর্বত্রই তোলাবাজি চলে। শিল্পীরাও এর থেকে মুক্তি পান না। আগে টালিগঞ্জের শিল্পীদের জোর করে তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো। শিল্পীদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নেওয়া হতো। টালিগঞ্জে কাজ পেতে গেলেও কয়েকজনকে তোলা দিতে হতো বলে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়।
বাংলাতে এই তোলাবাজি বিজেপি শেষ করবে। তোলাবাজরা যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে বিজেপি তাদের বার করবে। এরপরই বাংলায় ফের কর্মসংস্থান হবে। আসবে শিল্প। বাংলার মানুষ কর্মসংস্থানের প্রশ্নে টালিগঞ্জ ও ভবানীপুরে আর বাংলার মেয়েকে চাইছে না। নির্বাচনের ফল বার হওয়ার পর রাজ্যের শাসক দলের নেতারা সে কথা বুঝতে পারবেন বলেও জানিয়েছেন বাবুল সুপ্রিয়।