দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বীরভূমের কোতুলপুর বিধানসভার প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে অভিনেতা দেবের রোড শো। জয়পুর থেকে রোড শো শুরু হলেও নির্ধারিত গন্তব্যের আগেই দেব গাড়ি থেকে নেমে যান। এতেই সমর্থকরা ক্ষুব্ধ হন। রাস্তা জুড়ে অবরোধ চলে।
https://www.youtube.com/watch?v=0XUqkyAwwWE
বিষ্ণুপুরের পর কোতুলপুর। ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের আজ লম্বা শিডিউল ছিল। বেলায় তিনি বিষ্ণুপুরের প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে বিষ্ণুপুর শহরে রোড শো করার পর তিনি দুপুরে কোতুলপুরে পৌঁছে যান। আর তৃণমূলের তারকা সাংসদ দেব সেখানেও তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের হয়ে ফের রোড শো করেন। জয়পুর থেকে চাতরা পর্যন্ত চলে অভিনেতা-সাংসদ ও তৃণমূল প্রার্থীর এই রোড শো।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=l9yvCHXGrfE
কিন্তু রোড শোটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই শেষ করতে হয়। তৃণমূলের তারকা সাংসদ দেব মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন। এরপর তিনি গাড়ি থেকে নেমে চলে গেলে ঘোর বিপত্তি শুরু হয়। উৎসুক দর্শক বগাজল এলাকার মেইন রাস্তার উপর অবরোধ শুরু করেন। অভিনেতার এমন অসময় প্রস্থানে যে তারা যথেষ্ট অখুশি তা বোঝা গেল তাদের এই অবরোধ কর্মসূচির মাধ্যমে।