অমিত জানাঃ হাওড়াঃ একুশে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে আগেই। সব রাজনৈতিক দল তাদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। বিজেপি প্রার্থী ঘোষণা করতে একটু দেরী করেছে। কিন্তু দেরী হলেও প্রার্থী ঘোষণার পর থেকেই এখন বিজেপির কর্মী-সমর্থকরা জোরকদমে প্রচার অভিযান শুরু করে দিয়েছে।
নাম ঘোষণার পরই হাওড়ার বালি বিধানসভার বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া বেলুড় নির্বাচনী কার্যালয় এসেছিলেন। তাঁকে বিজেপির কর্মী-সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানালেন। গত বার তিনি যে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের হয়ে প্রচার শুরু করেছিলেন আবার তিনি সেই মন্দিরেই পুজো দিয়েই বিজেপির জন্য প্রচার শুরু করলেন।
https://www.youtube.com/watch?v=_ElZvK_n_0M
Sponsored Ads
Display Your Ads Hereতিনি জানালেন “অসম্পূর্ণ কাজগুলো এবার বিজেপির প্রার্থী হয়ে জিতে তিনি বালির মানুষের জন্য পূর্ণ করবেন। বৈশালী ডালমিয়া আরো জানিয়েছেন, “মানুষের এই উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত মনোভাব দেখে খুব ভালো লাগছে। আগের বার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেছিলাম। মা ও মানুষের আর্শীবাদে জয়ী হয়েছিলাম। এবারও এই কেন্দ্র থেকে জিতে বালির মানুষের জন্য কাজ করবো এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবো”।