পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এক বাংলাদেশী যুবককে অপহরণের অভিযোগে সোনারপুর থেকে সন্দেহভাজন এক জেএমবি জঙ্গিকে আটক করা হয়। এর পাশাপাশি অপহৃত যুবককেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন মুক্তার হোসেন অসমের নওগাঁর বাসিন্দা। গত ৭ ই মার্চ থেকে বাংলাদেশের নেত্রকোণার বাসিন্দা হাফিজ মৌলানা মহম্মদ মামুনুর রশিদ নিখোঁজ ছিলেন।
কিন্তু সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, পরে মামুনুর IMO অ্যাপের মাধ্যমে তার ভাইকে মেসেজ পাঠিয়ে জানায় তিনি বাংলাদেশ সীমান্তের কাছে এক ভারতীয় বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন।
তবে ৮ ই মার্চ আবারও IMO অ্যাপের মাধ্যমে জানানো হয় তাকে অপহরণ করে বেঁধে রাখা হয়েছে। আর মুক্তিপণ বাবদ ১ কোটি টাকা দাবী করা হয় বলে অভিযোগ ওঠে।
১৩ ই মার্চ অপহৃত যুবকের ভাই লালবাজার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে গতকাল সোনারপুরের বৈদ্যপাড়া থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে আটক করা হয়।