যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজিত এলাকা
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠল জলপাইগুড়ির রাহুত বাগানে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। এরপর গ্রামবাসীরা কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ দেখায়৷
জানা যায়, মৃত যুবকের নাম শুভব বিশ্বাস (২২)। তার বাড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আনন্দ নগরে। স্থানীয়দের দাবী, প্রতিদিনের মতো এদিনও শুভব রাহুত বাগানে দোকানে ছিল। মঙ্গলবার বিকেলে দোকানের ভিতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই দোকানের একাংশ বন্ধ ছিল।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাতে গ্রামবাসীরা একজোট হয়ে থানায় দ্বারস্থ হয়ে শুভবকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুললেন। মৃতের দাদা সরোজ চৌধুরী বলেছেন, “আমার ভাইকে কয়েকজন মিলে খুন করছে। সঠিক তদন্ত চাই”। পুলিশ জানায়, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই সমস্ত তথ্য সামনে আসবে।