ফের ৬ জনের শরীরে সন্ধান মিলল করোনার নতুন স্ট্রেনের

Share

মিঠু রায়ঃ কলকাতাঃ করোনার নতুন স্ট্রেন বিশ্ব জুড়ে ধীরে ধীরে মারাত্মক আকার নিতে চলেছে। গত ২৪ ঘন্টার মধ্যে বিদেশ ফেরত মোট ১১ জন কোভিড পজিটিভের মধ্যে ৬ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। তারা সকলেই আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিত্‍সাধীন আছে। ইতিমধ্যেই করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ওই ছয়জন বিমান সহ বিমান বন্দর ও বাড়ি এবং পাড়ার মধ্যে কার কার সংস্পর্শে এসেছেন সেই কন্টাক্ট ট্রেসিং শুরু হয়ে গেছে।

তবে চিকিত্‍সক সূত্রে জানা গেছে এখন সকলের অবস্থা স্থিতিশীল। তবে বাকি ৫ জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও আজ তাদের নমুনা করোনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হবে।

সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে, অতি সম্প্রতি দুবাইয়ের উড়ান থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ১১ জন করোনা পজিটিভ চিহ্নিত হন। কিন্তু তাদের মধ্যে ছ’জন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। তারা একজন মালদার, একজন কলকাতার, দু’জন নদীয়ার ও দুজন দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে এই রাজ্যে প্রথম ব্রিটেন স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছিল। এরপর পুনরায় শনিবার ব্রিটেন স্ট্রেনের হদিশ পাওয়া গেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram