নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফরের ঠিক আগের দিন দীনেশ ত্রিবেদী যোগদান করলেন বিজেপিতে। শনিবার দিল্লিতে প্রাক্তন রেলমন্ত্রী বিজেপিতে যোগদান করেছেন।
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তাঁকে জেপি নাড্ডা দলীয় পতাকা তুলে দিয়েছেন। যোগদান পর্বে রেলমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সম্বিত পাত্র উপস্থিত ছিলেন।
যোগদান করে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভায় হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলার উন্নয়নের জন্য কাজ করতে চাই”। আগামী দিনে সবাইকে একসঙ্গে নিয়েই চলবো বলে জানিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।