নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ শুধুমাত্রই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে প্রাণে মারার চেষ্টা করল একজন যুবক। ঘটনাটি ঘটে হায়দ্রাবাদে।
পরিবারের তরফ থেকে জানা যায়, ওই তরুণী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর ওই যুবক একটি বিউটি পার্লারে কাজ করত। মাঝেমধ্যেই তরুণী ওই পার্লারে যেত। এরপরই যুবকটির তরুণীটিকে ভালো লেগে যায়। তারপর থেকেই ক্রমাগত ওই যুবক তরুণীটিকে বিরক্ত করছিল। এমনকি বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলে। কিন্তু তরুণী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতেই গতকাল সন্ধ্যাবেলা যুবকটি তরুণীর বাড়িতে ঢুকে তাকে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তারপর আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে, আপাতত ওই তরুণী বিপদমুক্ত আছেন। কিন্তু তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। তবে তাকে বাঁচাতে গিয়ে তরুণীর মা নিজেও জখম হয়েছেন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।