উদ্ধার হলো যুবক-যুবতীর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মাটিগাড়া এলাকার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াখারি শ্মশান এলাকায় বৃহস্পতিবার এক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের নজরে আসে একই দড়ির মধ্যে এক যুবক ও যুবতী ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনাটি দেখেই স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসেন এবং শিলিগুড়ি মাটিগাড়া থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ এসে পৌঁছায়। এরপর পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে স্থানীয় এলাকাবাসীর দাবী এই যুগল স্থানীয় নয়। তবে তারা কে অথবা কারা এবং তারা কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।