বাড়ির ছাদ থেকে উদ্ধার তাজা বোমা
নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজলের আহিরীনগর গ্রামে তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় তুমুল উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের ধারে সুকুর আলি শেখের বাড়ির ছাদ থেকে একটি কন্টেনার ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। এই তাজা বোমা দেখতে পান স্থানীয়রাই। এরপর কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে।
ছাড়া বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ডকেও খবর দেওয়া হয়েছে। তারপর বোম স্কোয়ার্ডের প্রতিনিধি দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। কিন্তু সুকুর আলি শেখ নামের ওই ব্যক্তির ছাদের উপর বোমাগুলি কিভাবে এলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। আর ওই বাড়ির মালিককেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।