ইলেকট্রিক শক্ খেয়ে প্রাণ হারাল ৬ বছরের শিশু
কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদঃ খেলা করতে করতে ইলেকট্রিক সুইচে আঙ্গুল দিয়ে শক্ খেয়ে মৃত্যু হলো ৬ বছরের একটি শিশুর। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মারগ্রাম এলাকায় ঘটেছে।
জানা গেছে যে মৃত ওই শিশুটির নাম কৃষ্ণা ঘোষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা কৃষ্ণা বাড়িতে খেলা করছিল ঠিক সেই সময় অসাবধানতাবশত কৃষ্ণা ইলেক্ট্রিক সুইচের মধ্যে হাত দিয়ে দেয় যার জেরে মৃত্যু হয় কৃষ্ণার।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গোটা পরিবার সহ সমগ্র এলাকায়।