পিঙ্কি পালঃ কলকাতাঃ আজ সকাল ১০ টা নাগাদ আচমকাই কলকাতার গড়ফার কাছে একটি ঝুপড়িতে রান্না করার সময় আগুন লাগে। দীর্ঘদিন ধরে বেআইনীভাবে মজুদ রাখা গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ২ জন। এলাকার চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। গোটা ঘটনাটিতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পর পর গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাণ বাঁচানোর তাগিদে ঝুপড়ির একজন বাসিন্দা পাশের খালে ঝাঁপ দেন। আরেকজন শৌচাগারের ছাউনি ভেঙে পালিয়ে যান। যাতে আগুন ছড়িয়ে না পড়ে তাই প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই গ্যাস সিলিন্ডারগুলি বের করে পাশে খালের জলে ফেলে দেন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, থানার কাছে ওই ঝুপড়িতে বেআইনীভাবে জমিয়ে রাখা গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডার বিক্রিও করা হত। তবে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কীভাবে এই বেআইনী কাজ চলছিল তা নিয়ে নানারকম প্রশ্নও উঠতে শুরু করেছে।
দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এলাকায় এসে পৌঁছায়। অগ্নিদগ্ধ ২ জন ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও দমকল আধিকারিকদের আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।