ইন্টারনেটের কায়দায় এটিএম লুঠ করতে গিয়ে ধৃত দুই ।
সব্যসাচী মজুমদার : জলপাইগুড়ি : ইউটিউবে কায়দা কৌশল দেখে এটিএম লুঠের চেষ্টার ঘটনায় গ্রেফতার দুই। রবিবার ধূপগুড়ি থানায় জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ)ওয়াংদেন ভুটিয়া এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান।
গত ১২ই ফ্রেবুয়ারী গভীর রাতে ধূপগুড়ি শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে লুঠের চেষ্টা করা হয় বলে অভিযোগ।তবে স্থানীয় এক ব্যক্তির তৎপরতায় বিষয়টি জানতে পারে পুলিশ। অভিযুক্তদের তৎক্ষনাৎ গ্রেফতার করতে না পারলেও মাত্র ২৪ ঘন্টার মধ্যেই দুই জন কে গ্রেফতার করে ধূপগুড়ি থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান ধৃতদের জুড়াপানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম বিক্রম বিশ্বাস,ধূপগুড়ি এলাকার বাসিন্দা এবং কমল চন্দ, তার বাড়ি নাথুয়া এলাকায়। ধৃতদের জিঞ্জাসাবাদ চালানো হচ্ছে। এর পেছনে বা ঘটনার সঙ্গে আরো কেউ বা কোনো চক্র যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মুলত সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েই পুলিশের তরফে অভিযান চালানো হয়। ঘটনার তদন্ত তদন্ত চলছে।