দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বৃহস্পতিবার সকালে দলছুট এক দলমার দাঁতালকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া এলাকায়।
বাঁকুড়া উত্তর বনবিভাগের পাশাপাশি দক্ষিণ বনবিভাগের জঙ্গল মহলের সারেঙ্গা ও রানীবাঁধ এলাকায় ফি বছর পরিযায়ী হাতির দলের দেখা মিললেও এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই এলাকার মানুষ জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereবিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে। যদিও এদিন হাড়মাসড়া এলাকায় এই হাতির আক্রমণের ফলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
কিন্তু একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় বনদপ্তরের কর্মীদেরও দেখা মেলেনি। তবে সর্বশেষ পাওয়া খবর অনুসারে জানা যায় যে দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে যাত্রা শুরু করেছে।