দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ ভয়াবহ আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেল গ্রাম। তবে সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে গেল মুরগী সহ বড়ো ফার্ম।
বাঁকুড়ার ওন্দা থানার জামজুড়ি গ্রামে জঙ্গল থেকে আগুন গ্রামের প্রান্তে থাকা মুরগীর ফার্মে গ্রাস করল। সকলের চোখের সামনে নিমেষেই মুরগী সহ ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। এরপরেই আগুন ধেয়ে আসে গ্রামের দিকে। গ্রামবাসী ও দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় অল্পের জন্য গ্রামটি রক্ষা পেল।
https://www.youtube.com/watch?v=Tvjy5wGAsx0
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বিকেলে জামজুড়ি গ্রামের পশ্চিম প্রান্তে থাকা কাজুর জঙ্গলে কেউ বা কারা শুকনো ঝরা পাতায় আগুন লাগিয়ে দেয়। এরপরেই সেই আগুন হাওয়ার দাপটে দ্রুত এগিয়ে আসে গ্রামের দিকে। প্রচন্ড গতিবেগে আগুন গ্রামকে গ্রাস করতে ধেয়ে আসে। তখন ওই জঙ্গল লাগোয়া গ্রামের তরুন পাত্র নামে এক ব্যক্তির মুরগী ফার্মে আগুন লেগে যায়। নিমিষের মধ্যে সকলের সামনে ২০০০ হাজার মুরগী সহ পুরো ফার্ম হাউসটি পুড়ে ছাই হয়ে যায়।
এই পোল্টি ফার্ম কে গ্রাস করে আগুন গ্রামের মালপাড়ার দিকে ধেয়ে আসতে থাকে। পোল্টি ফার্মের পরে ছোটো একটি জঙ্গলে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রাম মাত্র ১০ মিটার দুরে। ততক্ষণে গ্রামের মানুষ আগুনের হাত থেকে পুরো গ্রাম বাঁচাতে এক জোট হয়ে ঝাঁপিয়ে পড়ে৷
Sponsored Ads
Display Your Ads Hereখবর পেয়ে শেষমেষ দমকলের একটি ইঞ্জিন এসে হাজির হয়। গ্রামের মানুষ এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে গ্রামটি রক্ষা পায়।