Indian Prime Time
True News only ....

হায়নার আক্রমণে জখম ১ ব্যক্তি

- sponsored -

- sponsored -

রবীন্দ্রনাথ মাইতিঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের সাঁকরাইল এ হায়নার আক্রমণে গুরুতর জখম ১ জন ব্যক্তি। জখম ব্যক্তি ত্রিপধ্যোতি প্রধান সাঁকরাইলের ডাহিপাল গ্রামের বাসিন্দা।

এইদিন গ্রামবাসীরা জানান, “গত দুই দিন ধরে এই জিনিসটি নজরে আসে কিন্তু তারা বুঝে উঠতে পারছিলেন না সেটি হায়না না বনবিড়াল”।
এই নিয়ে সাঁকরাইলের ডাহিপোল এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে ছিলেন।

বৃহস্পতিবার সকাল নাগাদ যখন ত্রিপধ্যোতি প্রধানের ওপর আক্রমণ করে তখনই ওই প্রাণীটি চেনা যায় যে এটি একটি হায়না।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এই ঘটনার পর গ্রামবাসীরা জানিয়েছেন যে, “সকাল নাগাদ ত্রিপধ্যোতি বাবু ও তার স্ত্রী জমির চাষের কাজে বেরোন তখন হঠাৎই তাদের ওপর হায়নাটি ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ত্রিপধ্যোতি বাবু কোনোরকমে জখম হয়ে প্রাণে বেঁচে যান।

তারপর তাকে জখম অবস্থায় গ্রামবাসীরা দেখতে পেলে তড়িঘড়ি করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবশেষে বিকেল নাগাদ ওই হায়নাটির মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়।

তবে বনদপ্তর ওই হায়নাটির মৃত্যুর বিষয় গ্রামবাসীদেরকে জিজ্ঞাসাবাদ করলে কে বা কারা ওই হায়নাটিকে মেরে ফেলেছে  সেই বিষয়ে কোনো সদুত্তর পায়নি।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored