দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ আলু ব্যবসায় চরম ক্ষতির মধ্যে পড়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন একজন আলু ব্যবসায়ী। ৬৫ বছর বয়সী মৃতের নাম বংশী ঘোষ। এটি বাঁকুড়ার জয়পুর থানা এলাকার জরকা গ্রামের ঘটনা।
মৃতের পরিবার সূত্রে দাবী করা হয়েছে, “দীর্ঘদিন বংশী বাবু আলু ব্যবসার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি জরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য। সাম্প্রতিক সময়ে তার আলুর ব্যবসায় অনেক টাকার লোকসান হয়। তাকে পাওনাদার চাষীরা বকেয়া টাকার জন্য চাপ দিতে থাকে। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবী করা হয়েছে। এদিন সকালে ওই ব্যবসায়ী বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের তরফ থেকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন”।
Sponsored Ads
Display Your Ads Hereজরকা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষে থেকেও এই দাবীকে সমর্থন জানানো হয়েছে। সমিতির কোষাধ্যক্ষ সনাতন মাইতি বলেছেন, “তিন লক্ষ টাকার আলু কিনেছিলেন। হঠাৎ করেই দাম কমে যায়। এরপর তিনি মাত্র দেড় লক্ষ টাকায় ওই আলু বিক্রি করতে বাধ্য হন। তারপর তার কাছে চাষীরা আলুর দাম চাইতে থাকলে তিনি মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন”।