ট্রাফিক পুলিশকে কটুক্তি সহ মারার অভিযোগ উঠল ১ যুবকের বিরুদ্ধে
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ কর্তব্যরত এক ট্রাফিক কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও চড় মারার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের স্ট্যাচু মোড়ে ঘটনা্টি ঘটেছে। পরে ওই যুবকের সঙ্গে কর্তব্যরত ওই ট্রাফিক কর্মীর ধ্বস্তাধ্বস্তির ঘটনার ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায়। যদিও এই নক্কারজনক ঘটনার পরেও পুলিশ ওই অভিযুক্ত যুবককে আটক করতে পারেনি।
স্ট্যাচু মোড়ে কর্তব্যরত শম্ভুনাথ সিনহা নামে ওই ট্রাফিক কর্মীর অভিযোগ যে, “রাস্তার জ্যাম ছিল। আমি যাননিয়ন্ত্রণ করছিলাম। কিন্তু আমাকে ওই যুবক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। আমি প্রতিবাদ করায় আমার কলার ধরে মারধর করতে শুরু করে”।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ কর্মীরা আসেন। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ আধিকারিক বলেছেন, “ওই যুবককে চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান”।