দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারাল ১ ব্যবসায়ী
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ দুষ্কৃতীর গুলিতে বেঘোরে প্রাণ গেল এক ঘি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মায়াপুর গৌরনগর এলাকায়। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা যায়, “খুন হওয়া ওই মৃত ব্যবসায়ীর নাম রিপন দাস ওরফে রসিক শ্রুতি দাস। মৃতের বয়স ৩৯ বছর”। স্থানীয় সূত্রের পক্ষ থেকে জানা যায়, গতকাল আনুমানিক রাত সাড়ে ১১ টা থেকে প্রায় ১২ টা নাগাদ রিপন নিজের অফিসে বসে কাজ করছিলেন। হঠাৎ কে বা কারা তার অফিসে ঢুকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নিজের অফিসেই লুটিয়ে পড়ে রিপন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের।
আজ সকাল ৭ টা নাগাদ প্রতিবেশীরা রিপনের অফিসের সাটার খোলা দেখে তাদের সন্দেহ হয়। তখনই কয়েকজন প্রতিবেশী ওই অফিসের ভিতরে ঢুকে দেখতে পায় রিপন দাস চেয়ারের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে। আর চারিদিক রক্তাক্ত অবস্থায় আছে।
প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ঘটনার খবর স্থানীয় মায়াপুর ফাঁড়িতে জানানো হয়। পাশাপাশি হাওড়ায় বাপের বাড়ি রিপনের স্ত্রীকেও বিষয়টি জানায়। খবর পাওয়া মাত্রই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর যায় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকের কাছেও। জেলা পুলিশের ডি এস পি পদমর্যাদার এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যদিও পুলিশ এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীর এখনো খোঁজ পায়নি।
অপরদিকে উত্তেজনা এড়াতে পুলিশ ব্যবসায়ী যুবকের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। এদিকে পুলিশ ব্যবসায়ী রিপন দাসকে কে বা কারা কী কারণবশত এই খুন করলো তা খতিয়ে দেখছে। তবে গোটা ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ।