নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বাজেট পেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে পুনর্নির্মাণ ও বিদ্যুৎ শিল্পেও অর্থ বরাদ্দ করা হবে।
ইউরোপ এবং জাপান থেকে আরো জাহাজ ভারতে এনে তাদের পুনর্নির্মাণ করা হবে।
ভারতে পুরনো জাহাজগুলি রিসাইকেল করার চেষ্টা চলছে। ৯০ টি পুরনো জাহাজ নতুন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে।
কিছু সাবসিডি এই খাতে দেওয়া হবে। এই খাতে ১ হাজার কোটির বেশি টাকা ৫ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে।
তবে বড়ো বন্দরগুলি বেসরকারী হাতে তুলে দেওয়া হবে। বেসরকারী কোম্পানিগুলি ব্যবস্থাপনায় থাকবে।
চলতি বছর ন্যাশনাল হাইড্রোজেন এনার্জি মিশন আনা হচ্ছে। এখান থেকে হাইড্রোজেন তৈরি হবে।
এছাড়া বিদ্যুত্ সরবরাহকে মনোপলি রয়েছে। একের বেশি ডিস্ট্রিবিউশন কোম্পানীর কথা ভাবা হচ্ছে। যাতে তাদের মধ্যে প্রতিযোচগীতা থাকে ও ক্রেতারা উপকৃত হয়।
বিদ্যুতিকরণের ফলে ২.৮ কোটি মানুষ উপকৃত হয়েছেন। ১০০ শতাংশ ব্রডগেট রোডর বৈদ্যুতিকরণ হবে।