নামমাত্র খরচের মধ্যে আধুনিক পরিষেবা নিয়ে এসেছে ‘দ্য সহরারহাট নার্সিং হোম’
চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ফলতায় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের সাধ্যের মধ্যে আধুনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে ‘দ্য সহরার হাট নাসিং হোম’।
২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই স্বাস্থ্যকেন্দ্রে আজ ১৫০ টি বেড আছে। যেখানে দক্ষিণ চব্বিশ পরগণা সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ চিকিৎসার জন্য আসে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করারও সুযোগও রয়েছে।
এই প্রতিষ্ঠানে কলকাতার স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে নার্স থেকে চিকিৎসক সকলে অত্যন্ত যত্নসহকারে তাদের পেসেন্টদের সুস্থ করে তুলতে বদ্ধপরিকর। এমনকি এই করোনা আবহে সমস্তরকম করোনা বিধি মেনে পেসেন্টদের দেখাশোনা করা হয়।
আগামী দিনে এই স্বাস্থ্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ তৈরি করতে চলেছে। এরফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ এ নতুন দিশার সন্ধান পাবে।