নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়াঃ এবার হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বিজেপিতে যোগদানের পর রাজনৈতিক প্রতিহিংসার কোপে পড়েন। গতকাল রাতে তার বাড়ির নিকটবর্তী এলাকায় বোমাবাজির পর আজ সকালে সেখান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
গত বছর ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মেদিনীপুরের জনসভায় অমিত শাহর হাত ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বহু মন্ত্রী, রাজনৈতিক সদস্য, নেতা-নেত্রী সহ বিধায়করা পদ্ম শিবিরে পা রেখেছেন। এর প্রভাব বাম শিবিরেও যথেষ্ট পড়েছে। শুভেন্দুকে ‘অভিভাবক’ বলে চিহ্নিত করে বাম শিবির ছেড়ে গেরুয়া শিবিরে সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল ও তার স্বামী যোগ দিয়েছেন।
দল ছাড়ার কারণ হিসেবে তাপসী মণ্ডল বলেছিলেন, তিনি সিপিএম এ থেকে কোনো কাজ করতে পারছিলেন না তাই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।
কিন্তু তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তাপসী মণ্ডল তৃণমূলকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, “আমার বাড়ির সামনেই তো তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এলাকায় বোমাবাজি করছে। সকলে ভয়ে ভয়ে আছি”।
তবে তার এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডল জানিয়ে দিয়েছেন যে, “আগে তিনি সিপিএম করতেন আর এখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কখনো এই ধরনের অশান্তি করে না। নিজেদের দায় এড়াতে তারাই তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়িয়েছে”।
এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।