চয়ন রায়ঃ কলকাতাঃ অাজ রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছিলেন, “গাছ থেকে একটা একটা করে পাতা ঝরে পড়ছে। তাহলে তো একদিন গাছটাই থাকবে না। যেসব নেতার অাত্মসম্মান বোধ আছে তাঁরা দলে থাকবেনই বা কেন?” তাঁর এই বক্তব্য শোনার পরই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাঁকে দল থেকে বহিষ্কার করেন।
লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রীত্ব ছাড়ার পর থেকেই বৈশালী ডালমিয়া তৃণমূলের অাভ্যন্তরীণ অন্তর্দ্বন্দের বিষয়টি নিয়ে সরব হন। আর এর জন্য হাওড়ার তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে বিঁধতে ছাড়েননি তিনি।
তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র বৈশালী ডালমিয়াকে ষড়যন্ত্রী বলেছেন। যদিও এই প্রসঙ্গে বৈশালী বলেছেন, “আমি কি দল বিরোধী কাজ করেছি সেটা পরিষ্কার করে ভোটারদের কাছে বলতে হবে”। এছাড়াও তিনি জানিয়েছেন যে, “দল থেকে বহিষ্কারের কোনো লিখিত কোনো নোটিশ পাইনি। এমনকি আমাকে দলের তরফ থেকেও কোনো ইমেল করা হয়নি। কিন্তু আমি কোনো দল বিরোধী মন্তব্য করিনি”।