নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ঘন কুয়াশার জেরে ফের নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে গোয়ালডাঙ্গার কাছাকাছি উল্টোদিক থেকে আসা এক বালি বোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে মাথা ফেটে মৃত্যু হল তিন যুবকের। মৃত যুবকদের নাম সেকিম শেখ, ইমাদুল শেখ ও ইকবাল মন্ডল।
ঘটনার পর স্থানীয়রা চাপরা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হলে চিকিৎসকরা ওই তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতরা সকলেই এলাকার স্থানীয় বাসিন্দা। সকাল প্রায় ৭ টা নাগাদ তারা বাইকে চেপে নিমতার দিকে যাচ্ছিলেন। এই তিন যুবকের কারোর মাথাতেই হেলমেট ছিল না। তারা তিনজনেই পেশায় নির্মাণশ্রমিক। প্রতিদিন তারা কাজের সূত্রে হাটখোলা থেকে নিমতা এলাকায় যান।
Sponsored Ads
Display Your Ads Hereদুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর তারা ঘাতক ট্রাকটিকে আটক করেছ। তবে ঘটনার পর থেকেই চালক পলাতক। যার জেরে পুলিশ ওই ঘাতক গাড়ির চালকটির খোঁজ চালাচ্ছে।