মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটের ন্যাজাট থানার তালতলার বাসিন্দা ৪০ বছর বয়সী সুন্নত আলি মোল্লাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে তিনি মাছ ধরতে গেলে ৬-৭ জন দুষ্কৃতীর একটি দল তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। আর সেই শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে তাদের দাবী, হাবিবুর রহমান ওরফে বাচ্চা খোকন নামক এক কুখ্যাত দুষ্কৃতী ও তার দলবল পরিকল্পনমাফিক তার উপর এই হামলা চালিয়েছে।
পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে যে অভিযোগ জানানো হয় তার ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসাজশ আছে কিনা কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতার জেরে খুন করা হয়েছে কিনা তা পুরোপুরিভাবে খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় শোকস্তব্ধ তার সমগ্র পরিবার। এছাড়াও প্রকাশ্যে এই ধরণের গুলি চালানোয় আতঙ্কিত সমগ্র এলাকা।