নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল উত্তরপ্রদেশের মথুরা শহর। যার জেরে আজ সকালে মথুরার বালদেও থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বেসরকারী বাসের সজোরে মুখোমুখি ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন ১ জন ও আহত হয়েছেন প্রায় ১২ জন।
পুলিশ সূত্রে জানা যায়, সামনাসামনি প্রচণ্ড জোরে ধাক্কা লাগার ফলে দু’টি বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর দুর্ঘটনাগ্রস্ত এই বাসটি নয়ডা থেকে আগ্রা অভিমুখে যাচ্ছিল। মৃতের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ভয়ানক দুর্ঘটনার জেরে যমুনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত থাকে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।