নিজস্ব সংবাদদাতাঃ নাগপুরঃ ইঞ্জিনিয়ার থেকে চা বিক্রেতা কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ‘চা’ এর প্রতি ভালোবাসা ও নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে চা বিক্রি শুরু করেন পুনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিতিন বিয়ানি এবং তার স্ত্রী পূজা।
নিতিন জানিয়েছেন, তিনি বিগত দশ বছর IBM (International Business Machine) এর মতো সুপ্রতিষ্ঠিত কোম্পানীতে কাজ করেছেন। কিন্তু নতুনত্ব কিছুর ভাবনা থেকেই এই প্রচেষ্টা। আর এই ব্যবসায় বর্তমানে তাদের আয় প্রায় ৫ লক্ষ টাকা।
গত পাঁচ মাস আগে তারা নাগপুরের সিএ রোডের কাছে ‘চা ভিলা’ একটি দোকান খোলেন। এখানে পাঁচ নয় দশ নয় ১৫ রকম স্বাদের চা পাওয়া যায়। এছাড়াও ভিন্নরকম জলখাবারও বিক্রি করেন তারা। এমনকি জোম্যাটো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও খাবারের অর্ডার করা যাবে। এছাড়াও প্রতিদিন ব্যাংক, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে চা ডেলিভারী করা হয় তাদের নিয়োজিত কর্মচারীদের মাধ্যমে।
ভবিষ্যতে তারা এই ব্যবসাকে আরো প্রসারিত করতে উদ্যোগী।