নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ ফের রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল ৪০ বছর বয়সী বাবর শেখ নামের এক ব্যক্তির। তিনি তৃণমূল পরিচালিত বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের দাদা।
উপপ্রধান ভাদু শেখ বলেছেন, “গতকাল রাতে তারা গ্রামের কবরস্থানের কাছে দাঁড়িয়েছিলেন। আর তাদের সাথে দলের কর্মীরা ছিলেন। কিছুক্ষণ পরে তিনি বাড়ি ফিরে এসেছিলেন। তবে তিনি বাড়ি ফেরার অল্প সময়ের মধ্যেই শুনতে পান তার দাদাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা হয়েছে। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন তার দাদা মোটরবাইকের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে”। তারপর তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ভাদু শেখ বিজেপির দিকে অভিযোগের তীর এনেছে। তিনি জানিয়েছেন, ”বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত। এখন অনেকেই নব্য বিজেপি হয়েছে। তাদের কেউও এই ঘটনা ঘটাতে পারে”।
তবে বিজেপির পক্ষ থেকে এই গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।