নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ হামেশাই দেখা যায় সম্পত্তি বা টাকা-পয়সাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। এমনকি অনেকসময় এই বিবাদ খুনোখুনি পর্যন্ত গড়ায়।
এবার ফের সেই টাকা নিয়ে পারিবারিক বিবাদের জেরে ছেলে ও বৌমার হাতে খুন হলেন ৬০ বছর বয়সী প্রভাত মণ্ডল নামের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞার সাবলপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি খুন হওয়ার পরের দিন সকালে সেই মৃতদেহ উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ প্রশাসন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় বৃদ্ধের ছেলে এবং বৌমা সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে তারা। খুনের আসল কারণ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে ঘটনার সত্যতা জানতে পুরো বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছে বড়ঞা থানার পুলিশ।