মিঠু রায়ঃ এবছর প্রথম কলকাতায় করোনা আক্রান্ত হয়েছিল লন্ডন ফেরত এক ছাত্র আর এবারও লন্ডন ফেরত এক আরেক ছাত্রের শরীরে পাওয়া গেল করোনার নতুন স্ট্রেন। যার বাবা কলকাতা মেডিক্যাল কলেজেরই অধ্যক্ষ।
সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, তার লালারসের নমুনা দিল্লিতে পাঠানোর পর তার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ওই ছাত্র কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের নবম তলায় চিকিৎসাধীন আছে।
করোনার এই নতুন স্ট্রেন প্রতিরোধ করতে ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আজ স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জরুরী বৈঠক ডাকা হয়েছে। ইতিমধ্যেই ওই ছাত্র কোন বিমানে ফিরেছেন, তার সহযাত্রী সহ তার নিকটে আসা সকল ব্যক্তিদের চিহ্নিত করার সন্ধান চালাচ্ছেন এবং তার পুরো পরিবারের উপর বিশেষ নজর রাখছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। কারণ গবেষকদের মতানুযায়ী করোনার নতুন স্ট্রেন ৭০% এরও বেশি গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলতে পারে।
Sponsored Ads
Display Your Ads Hereযার ফলে ফের নতুন করে আতঙ্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। এখন ভ্যাক্সিনই একমাত্র আশার আলো।