ব্যুরো নিউজঃ গত ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় পেলেকে প্রায় স্পর্শ করে ফেলেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। আর এবার পেলেকে ছাপিয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
গতকাল রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল ভায়োদলিদের। তাদের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে এক ক্লাবের হয়ে ৬৪৪ গোলের রেকর্ড গড়ে ফেললেন মেসি। তারপরই পিছনে রয়ে গেল ব্রাজিলীয় ক্লাব সান্তোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের নজির। আর আর ফলে ভায়োদলিদের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। মেসি ছাড়াও এদিনের ম্যাচে গোল করেছেন ক্লেমেন্ত লংলে ও মার্টিন ব্রাথওয়েটও।
এই মুহূর্তে লা লিগা পয়েন্ট টেবিলে বার্সা পঞ্চম স্থানে আছে। মেসিরা ১৪ টি ম্যাচে ৭ টিতে জয় ও ৩ টিতে ড্র করে ২৪ পয়েন্টে আছে। আর সবার প্রথমে অ্যাতলেতিকো মাদ্রিদ রয়েছে। তাঁরা ১৩ টি ম্যাচে ৩২ পয়েন্ট করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসি অবশ্য প্রথম বার্সাতেই শুরু করেন। আর ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোল মেসিই করেছিলেন। ১৯৫৬ থেকে ১৯৭৪ সালের মাঝামাঝি সময়ে পেলে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন।