উত্তরপ্রদেশঃ সম্প্রতি হাথরসের ধর্ষণ কান্ডে কেঁপে উঠেছিল গোটা দেশ। এরপর ফের হাথরসের আরেকটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দেশজুড়ে। নিত্যদিনের সুবিধার্থে ব্যবহৃত প্রয়োজনীয় মশলাতে ব্যবহার করা হচ্ছে গাধার মল, কৃত্রিম রং মিশ্রিত বিষাক্ত পদার্থ এমনকি অ্যাসিডও। যা দীর্ঘদিন ধরে প্যাকেট অবস্থায় বিক্রি হচ্ছে।
আর গোপন সূত্রানুযায়ী খবর পাওয়া মাত্রই উত্তরপ্রদেশের হাথরসের নবিপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে সেখান থেকে ৩০০ কেজি গুঁড়ো মশলা উদ্ধার করে যেখানে রয়েছে ধনে, লঙ্কা, হলুদ ও গরম মশলার মতো রন্ধন মশলা এবং ওই কারখানার মালিক অনুপ ভারসেনিকে আটক করা হয়। ৩০০ কেজি গুঁড়ো মশলার মধ্যে ২৭ টির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা ও গুণাগুণের মামলা দায়ের করা হয়েছে। আর আদালতের তরফ থেকে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পুলিশ সূত্রে এও জানানো হয় যে, ২০০২ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে হিন্দু যুব বাহিনী গঠন করেছিলেন সেই সংগঠনেরই একজন নেতা ছিলেন অনুপ ভারসেনি।