নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশঃ ভারী বর্ষণের জেরে বিধ্বস্ত হিমাচল প্রদেশে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। বর্ষার জেরে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ ১০ জন। রবিবার রাতেরবেলা সোলান জেলার জাডোন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়েছে। আর জলের তোড়ে একাধিক বাড়ি ভেসে গিয়েছিল।
এদিকে শিমলার সামার হিলের একটি শিবমন্দিরে ধসে এখনো অবধি নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া গতকাল মান্ডি জেলার সম্বল গ্রামে হড়পা বানে ভেসে গিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এদিন ওই শিবমন্দিরে অন্তত পঞ্চাশ জন পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। ভারী বর্ষণের কারণে হঠাৎ মন্দিরের একাংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে।
ফলে মন্দিরের ভিতরে থাকা পুণ্যার্থীদের অনেকে কংক্রিটের নীচে চাপা পড়ে যান। এখনো পর্যন্ত নয়টি দেহ উদ্ধার করা গিয়েছে। তবে আরো অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও উদ্ধার কাজ শুরু হয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু এই ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি সাধারণ জনগণকে বাড়ির ভিতরে থাকার ও নদীর ধারে না যাওয়ার আবেদন করেছেন। অন্য দিকে, ফাগলি এলাকায় কয়েকটি বাড়ি মাটির নীচে চাপা পড়ে একেবারে ধসে গিয়েছে।