নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের খড়গ্রামে উদ্ধার হয়েছে এক জন অষ্টম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্র ১৪ বছর বয়সী রিন্টু দাস। এই ঘটনায় সমগ্র পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রিন্টু টাকা উপার্জনের আশায় অনলাইন লুডো খেলায় আসক্ত ছিল। তাই ওই কিশোর বেশ কিছু টাকা ধার করে ফেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রাতেরবেলা ঘরের ভিতর আলো জ্বলতে দেখে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন রিন্টু গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। রিন্টুর বাবা রণজয় দাস জানান, ‘‘রিন্টু প্রথমে আমাদের লুকিয়ে অনলাইনে গেম খেলা শুরু করেছিল। পরে যখন আমরা বিষয়টি জানতে পারি তখন নিষেধ করেছিলাম। কিন্তু আয়ের নেশায় এই করুণ পরিণতি হয়েছে।’’