নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করে কয়লাকাণ্ডে বিকাশ মিশ্র সহ মোট আট জনের আরো চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
কয়লা পাচার কাণ্ডে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বিনয় মিশ্রের ভাই বিকাশকে দিল্লি থেকে গ্রেফতার করে। পরে এই মামলায় বিকাশ সহ ইসিএলের বর্তমান ও প্রাক্তন মিলিয়ে মোট আট জন কর্তা গ্রেফতার হয়েছেন। এদিন সবাইকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

প্রসঙ্গত, এর আগে তিনি শারীরিক কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন। তা খারিজ হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানেও জামিন মঞ্জুর হয় না। এদিন বিচার প্রদানের সময় বিকাশকে প্রেসিডেন্সি জেল থেকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে আসা হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
বিকাশের আইনজীবীরা জামিনের আবেদন করলেও সিবিআইয়ের আইনজীবীরা এর বিরোধীতা করেন। দীর্ঘ সওয়াল জবাবের পর শেষমেশ আবারও চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code