নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশ সরকারের ইওডব্লিউয়ের (ইকনমিক অফেন্সেস উইং) একটি তদন্ত অভিযান চলাকালীন পুলিশ ওই রাজ্যের এক জন সরকারী বেতনভুক্ত করণিকের বাড়ি থেকে নগদ ৮৫ লক্ষ টাকা উদ্ধার করেছেন। এছাড়া প্রচুর সম্পত্তির দলিল সহ দেড় কোটি মূল্যের দামী সামগ্রীও পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইওডব্লিউ একটি বেআইনী সম্পত্তি মামলার তদন্ত করছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইওডব্লিউ আধিকারিকরা রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দিয়ে এই নগদ টাকা উদ্ধার করেন। আর নগদ টাকা উদ্ধার করার পরই হিরো কেশওয়ানি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
হিরো কেশওয়ানি অসুস্থতার কারণে এখনো ইওডব্লিউ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেননি। এদিকে হিরো কেশওয়ানি যখন চাকরী পান তখন তার বেতন চার হাজার টাকা ছিল। আর বর্তমানে প্রায় ৫০ হাজার টাকা আয় করেন। অন্যদিকে হিরো কেশওয়ানির বাড়িতে নগদ এতো টাকা এলো কিভাবে তা নিয়ে জোরদার তদন্ত চলছে।