ব্যুরো নিউজঃ মরক্কোঃ গতকাল মধ্যরাতের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল গোটা মরক্কোর মাটি। এর জেরে মৃত্যু হয়েছে প্রায় ৮০০ জনের। আর আহত হয়েছেন বহু। কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ছিল। রিখটার স্কেলে তীব্রতা ৬.৮ ছিল। এই ভয়াবহ ভূকম্পনে তাসের ঘরের মতো একাধিক বাড়ি ভেঙে পড়ে। আর এই ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এখনো ধ্বংসস্তূপে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছেন। হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়েছে। এদিকে ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
নরেন্দ্র মোদী এই ভূকম্পনে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে নেটমাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, “মরক্কোয় ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের সময়ে আমি মরক্কোর জনগণের পাশে আছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই কঠিন সময়ে ভারত মরক্কোকে সম্ভাব্য সব ধরণের সহায়তা করতে প্রস্তুত।’’
Sponsored Ads
Display Your Ads Here