নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই নম্বর ব্লকের ঘনশ্যামবাটি গ্রামে অন্নপ্রাশন অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হলেন প্রায় ৮০ জন গ্রামবাসী।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার জগন্নাথ ঘোড়ুই নামে এক জন স্থানীয় বাসিন্দার নাতির অন্নপ্রাশন ছিল। ওই উপলক্ষে ওই দিন দুপুরবেলা ও রাতেরবেলা গ্রামবাসী এবং আত্মীয়দের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষ আমন্ত্রিত ছিলেন। কিন্তু খাবার খাওয়ার পরই একের পর এক আমন্ত্রিত ব্যক্তি পেটের অসুখে ভুগতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
শনিবার অবধি প্রায় ১২ জনকে সোনাখালি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এছাড়া গ্রামেও অন্তত ৬০ জন চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার খবর পেয়ে ওই দিন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা গ্রামে এসে পৌঁছান।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পানীয় জল বা ফুচকা থেকেই কোনো বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। মহকুমাশাসক জানান, “এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তাই পুরো বিষয়টি উপর নজর রাখা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here