নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মহারাষ্ট্রের ভান্ডারা জেলার নাগপুরের কাছে একটি অর্ডন্যান্স ফ্যাক্টরীর এলটিপি বিভাগে তীব্র বিস্ফোরণের জেরে অস্ত্র কারখানা কেঁপে উঠলো। বিস্ফোরণের তীব্রতায় চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। আর ৭ জন আহত হয়েছেন।
জেলাশাসক সঞ্জয় কোলটে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে এলটিপি বিভাগের ছাদ ভেঙে পড়ে। বেশ কয়েকজন কর্মী সেইসময় কাজ করছিলেন। তাঁরা চাপা পড়ে যান। খবর পেয়েই দমকল কর্মী ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জন জখম হয়েছে। নাগপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নিতিন গড়কড়ি।
Sponsored Ads
Display Your Ads Here
নিতিন গড়কড়ি জানান, “ভান্ডারায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জন জখম হয়েছেন।” মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে বিস্ফোরণের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছিলেন, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “মৃতের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” দ্রুতগতিতে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা ৫ কিমি দূর থেকেও শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।
Sponsored Ads
Display Your Ads Here