নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানে পর পর দুই জেলায় ঘটা দুই ভিন্ন ঘটনায় প্রাণ হারাল ৮ টি সতেজ প্রাণ।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, একদিকে শনিবার সন্ধ্যায় রাজস্থানের ঝুনঝুনি জেলায় খেলতে গিয়ে মাটির স্তূপে আটকে গিয়ে মৃত্যু হয় ৩ জন শিশুর। ও আহত হয় ১ জন শিশু।
এরপর শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের চিকিত্সকরা মৃত ঘোষণা করে। জানা যায়, মৃত তিন শিশুর নাম সানা, সুরেশ এবং যুবরাজ। প্রিন্স-সুরেশ দুজনেই ৭ বছর বয়সী ছিল। ময়নাতদন্তের শেষে মৃত শিশুটির দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বর্তমানে আহত শিশুটির হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Sponsored Ads
Display Your Ads Hereঅপরদিকে গতকাল রাজস্থানের বিকেনের জেলার হিম্মতসর গ্রামে দম আটকে মারা যায় ৫ জন শিশু। পুলিশ সূত্রে জানা যায়, গ্রামে একটি শস্যের ট্যাঙ্কটি খালি অবস্থায় পড়েছিল। আর বাচ্চারা খেলার সময় ওই ট্যাঙ্কের মধ্যে একের পর এক ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ঘটনাবশত ট্যাঙ্কটি বন্ধ হয়ে যায়।
আর ঘটনার সময় পরিবারের সমস্ত সদস্যরা খামারে কাজ করতে গিয়েছিল। তাই বাড়িতে কেউ না থাকায় শিশুদের চিত্কারের শব্দ কেউ শুনতে পায়নি। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে শিশুদের দেখতে না পেয়ে সন্ধান করতে শুরু করে। তারপরই প্রতিবেশী সহ পরিবারের সদস্যরা তাদের দেখামাত্র উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Hereচিকিৎসক সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘক্ষণ শস্যের ট্যাঙ্কের মধ্যে আটকে থাকায় তাদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। মৃতরা হলো ৪ বছর বয়সী সেবারাম, ৫ বছর বয়সী রাধা, ৭ বছর বয়সী রাভিনা ও ৮ বছর বয়সী মালি এবং পুনম। এই পাঁচ জন শিশুদের মধ্যে চার জন একই পরিবারের ছিল।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট শিশুদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, “শিশুদের মৃত্যু হৃদয় বিদারক। তাদের বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করি ও আহতের দ্রুত আরোগ্য কামনা করি।
Sponsored Ads
Display Your Ads Hereদু’টি জেলায় মোট ৮ জন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দুই এলাকায় শোকের ছায়া বিরাজমান। নিহতদের পরিবারে শোকের করালগ্রাস নেমে এসেছে।