নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলঙ্গানার নিজামাবাদ জেলার ভিমতাল শহরের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ৭৮ জন ছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল রাতেরবেলা ওই আবাসিক বিদ্যালয়ের ছাত্রীরা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর বমি করতে থাকে। আর পেটে ব্যথা শুরু হয়। এরপরেই তড়িঘড়ি ওই ছাত্রীদের ভিমগাল ও নিজামাবাদের হাসপাতালে পাঠানো হয়। আপাতত তাদের চিকিৎসা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ওই ছাত্রীদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, খাবারে বিষক্রিয়া থেকে এই ধরণের ঘটনা ঘটেছে। পুলিশ সহ বিদ্যালয় কর্তৃপক্ষ খাবারে কি পড়েছিল তা নিয়ে খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here