নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ গতকাল উত্তরাখণ্ডের উত্তরকাশীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চাশ মিটার গভীর খাদে পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৭ জনের। আর আহত হয়েছে আরো ২৭ জন। আর বাসটি একেবারে দুমড়েমুচড়ে যায়।
সূত্রের খবর, বাসটি গঙ্গোত্রী থেকে উত্তরকাশী যাচ্ছিল। মোট ৩৫ জন যাত্রী বাসে ছিলেন। সকলেই গুজরাতের বাসিন্দা ছিলেন। জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান।
এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি এই দুর্ঘটনায় অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন।