নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্র্রের ওয়ার্ধার সেলসুরায় ঘন অন্ধকারের মধ্যে একটি গাড়ির সামনে আচমকা একটি বন্য জন্তু চলে আসায় গাড়ির চালক ব্রেক কষতেই ব্রেকের অভিঘাতে গাড়িটি পাশের নর্দমায় উল্টে পড়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা ৭ জন ডাক্তারি পড়ুয়ার।
ওই সাত জন মৃতদের মধ্যে মহারাষ্ট্রের তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কার রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ সাত জন ডাক্তারি পড়ুয়া গাড়ি করে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে গাড়ির সামনে কোনো একটি বন্য জন্তু আসতেই গাড়ির চালক ব্রেক কষেন। কিন্তু গাড়ির গতিবেগ বেশী থাকায় গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর গাড়িতে থাকা সাত জন ডাক্তারি পড়ুয়া মারা যান। এরপর ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করার পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আপাতত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে টুইটে জানিয়েছেন, “মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here