নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ গতকাল গভীর রাতে প্রায় ১ টা ৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরু্র কোরামঙ্গলার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের মধ্যে তামিলনাড়ুর হোসুরের বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগর ও তার স্ত্রী বিন্দু ছিলেন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে সজোরে দেওয়ালে ধাক্কা মারে। এর জেরে গাড়িতে থাকা ৭ জন যাত্রীর মৃত্যু হওয়ার পাশাপাশি গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে গেছে। এছাড়া গাড়ির আরোহীদের কারোর সিল্টবেল্ট বাঁধা ছিল না।
পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলি সেন্ট জনস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।
যুগ্ম পুলিশ কমিশনার রবিকান্ত গৌড়া বলেছেন, “দুর্ঘটনায় গাড়িতে থাকা চার জন পুরুষ এবং তিন জন মহিলার মৃত্যু হয়েছে। সাত জনের মধ্যে ছ’জনই ঘটনাস্থলে মারা যান। আর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
মনে করা হচ্ছে, বেপরোয়া ভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর জেরে এই দুর্ঘটনা ঘটেছে। তবে চালক মদ্যপ ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে”।