নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার সম্বলপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আর আহত হয়েছেন আরো ৪ জন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ঝাড়সুগদায় কয়েক জন একটি বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু আচমকা সম্বলপুরের পরমানপুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা নেমে পাশের খালে গিয়ে পড়ে। এর জেরে ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। আর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে গুরুতর আহত চার জনের চিকিৎসা চলছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশের প্রাথমিক অনুমান, চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না চালক মত্ত অবস্থায় ছিলেন নাকি অন্য কোনো কারণ তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।