মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ জাপান বাংলাদেশকে উপহার হিসেবে চতুর্থ চালানে ৭ লক্ষ ৮১ হাজার ৪৪০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন দিচ্ছে।
গতকাল জাপানের স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে ভ্যাক্সিন বহনকারী নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিনের চতুর্থ চালান ঢাকায় আসছে। আজ ভ্যাক্সিন ঢাকায় পৌঁছাবে। জাপানের উপহারের ৩০ লক্ষ ভ্যাক্সিনের মধ্যে এই চালান সহ মোট ২৪ লক্ষ ভ্যাক্সিন বাংলাদেশে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে ২৪ শে জুলাই জাপান থেকে উপহার হিসেবে প্রথম চালানে ২ লক্ষ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন দেশে আসে। এরপর ৩১ শে জুলাই দ্বিতীয় চালানে ৭ লক্ষ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাক্সিন দেশে পৌঁছায়। তারপর গত ২ রা আগস্ট তৃতীয় চালানে ৬ লক্ষ ১৬ হাজার ৭৮০ ডোজ ভ্যাক্সিন এসে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিত্সু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫ টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লক্ষ ডোজ ভ্যাক্সিন উপহারের ঘোষণা দিয়েছিলেন। যে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লক্ষের বেশী ডোজ ভ্যাক্সিন বাংলাদেশ পাচ্ছে।