নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর মাদুরাইয়ে চিকিৎসকরা একটি গোরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করলেন। যা দেখে চিকিৎসকরাও রীতিমতো বিস্মিত।
সম্প্রতি পরমেশ্বমরম নামে এক ব্যক্তি ছ’বছর বয়সী পোষ্য গোরুকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আর চিকিৎসককে জানান, “গোরু ঠিক মতো জল খাচ্ছে না, খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছে।”
তখন চিকিৎসকরা গোরুটির বেশ কয়েকটি পরীক্ষা করতেই জানতে পারেন যে পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। এরপর অস্ত্রোপচার করে তার পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক এবং ধাতব বর্জ্য উদ্ধার করা হলো।
চিকিৎসকরা বলেন, “অনেক সময় গোরুরা রাস্তায় খাবারের খোঁজে বেরিয়ে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্যও খেয়ে ফেলে। আর ওই গোরুটির পাকস্থলীর ভিতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় একটা বড়ো মণ্ড হয়ে ছিল। আর সেগুলির বিষক্রিয়ায় ওই গোরুটির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আরো কিছু দিন এই অবস্থায় থাকলে মৃত্যুও হতে পারত।”