ব্যুরো নিউজঃ ব্রাজিলঃ সোমবার ব্রাজিলের সাও পাওলোর একটি জনবহুল এলাকায় একটি যাত্রীবাহী বিমান ভেঙে ৬২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ওই বিমানে পাইলট ও চার জন বিমানকর্মী সহ মোট ৫৮ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর।
সূত্রের খবর, শুক্রবার ভোয়েপাস সংস্থার এটিআর-৭২ বিমানটি ৫৮ জন যাত্রীকে নিয়ে কাসকেভেল থেকে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল। আর সে সময় দুর্ঘটনাটি ঘটে। ভিনহেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়। বিমানটি ভেঙে পড়ার পর আগুন লাগার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঝ আকাশ থেকে একটি বিমান ঘুরতে ঘুরতে নীচের দিকে নামছে। তার পর সেটা গিয়ে একটি জনবহুল এলাকায় পড়ে। সঙ্গে সঙ্গে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখাও চোখে পড়ে। প্রাথমিক অনুমান, ওই বিমান দুর্ঘটনার কারণেই আগুন ধরেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার যা ছবি সামনে আসছে, তা ভয়াবহ। এই দুর্ঘটনার জেরে বিমানে উপস্থিত ৬২ জনেরই মৃত্যু হয়েছে।