গোসাবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আক্রান্ত ৬ জন তৃণমূল সমর্থক

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোসাবায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগরে। চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। আহত ৬ জন। রাধানগরের তৃণমূল কর্মী বাকিবুল মোল্লার দাদা বিবুল মোল্লা-সহ ছয় তৃণমূল সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে রাধানগর-তারানগর অঞ্চল তৃণমূলের সভাপতি তপন মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তপন।  

অন্যদিকে তৃণমূল কর্মী বাকিবুল মোল্লার দাবি, তাঁরা বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামী। সেরকমই পরিচিতি রয়েছে তাঁদের। সে কারণেই তাঁদের উপর এই আক্রমণ। তবে অভিযোগ অস্বীকার করে রাধানগর-তারানগর অঞ্চল তৃণমূল সভাপতি তপন মণ্ডল এ ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে মানতে নারাজ। তিনি যদিও টেনে আনছেন অতীতের প্রসঙ্গ। তাঁর দাবি, যে ব্যক্তি অভিযোগ করছেন তাঁদেরই আত্মীয়রা এক তৃণমূল কর্মীকে খুন করেছিল কয়েক বছর আগে। সেই মামলা তুলতে ভয় দেখানোর জন্য গ্রামবাসীদের উপর জোরাজুরিও করে। ঝামেলাও হয়।  

তপন মণ্ডল বলছেন, “২০২৩ সালের নভেম্বর মাসে মুছাকলি মোল্লা নামে আমাদের এক তৃণমূল কর্মীকে খুন করেছিল অভিযোগকারীর আত্মীয়রা। ওই ঘটনা বর্তমানে বিচারাধীন। সেই মামলা তুলতে ভয় দেখানোর জন্য গ্রামের মানুষজনের সঙ্গে ঝামেলা হয়। এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।” 


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930